একটা ছিল সোনার কন্যা || Ekta Chilo Sonar Konna – সুবীর নন্দী

একটা ছিল সোনার কন্যা,
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল
সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কী মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।।

কন্যার ছিল দীঘল চুল,
তাহার কেশে জবা ফুল।।
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল,
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে
কথা বলব না।
একটা ছিল সোনার কন্যা,
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল
সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কী মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া।

হাত খালি গলা খালি,
কন্যার নাকে নাকফুল।।
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিসনা
ও কন্যা ভুল করিছনা
আমি ভুল করা কন্যার লগে
কথা বলবনা
একটা ছিল সোনার কন্যা,
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল
সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কী মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
কন্যা ভুল করিছ না
ও কন্যা ভুল করিছ না
আমি ভুল করা কন্যার লগে
কথা বলব না।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি।।
সবুজ বরণ লাউ ডগায়,
দুধ সাদা ফুল ধরে,
ভুল করা কন্যার লাগি,
মন আনচান করে।।
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে।।
আমার মন

গান: একটা ছিল সোনার কন্যা
শিল্পী: সুবীর নন্দী
গীতিকার: হুমায়ুন আহমেদ
সুরকার: মাকসুদ জামিল মিন্টু
ছবি : শ্রাবণ মেঘের দিন

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *