একটাই কথা আছে বাংলাতে
Ektai Kotha Ache Banglate
ছায়াছবি: বন্ধু আমার
কথা: পুলক ব্যানার্জী
সংগীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী ও মোঃ আজিজ(মুন্না আজিজ)
Ektai Kotha Ache Banglate
ছায়াছবি: বন্ধু আমার
কথা: পুলক ব্যানার্জী
সংগীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী ও মোঃ আজিজ(মুন্না আজিজ)
বন্ধু বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার
বন্ধু আমার বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার,বন্ধু আমার।
কে গরীব কে আমীর সে মানেনা
জাতের বিচার করা সে জানেনা
সে হল বন্ধু,বন্ধু আমার বন্ধু আমার।
দু’হাতে মোহর গিনি ছড়িয়ে গেলে
এ জগতে দামি-দামি কত কী মেলে
টাকায় যায়না কেনা বন্ধু কোথাও
সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে
তুমি যে বন্ধু,বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার,বন্ধু আমার।
এক মা’র গর্ভেতে জন্ম না পাই
বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই
রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই
হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে
তুমি যে বন্ধু,বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার,বন্ধু আমার।
কোনদিনও ছাড়বোনা বন্ধু তোমায়
রয়ে যাবো চিরদিন এক দু’জনায়
আনন্দে দুঃখে হবো একাকার
জীবনে মরণে রব তোমাতে আমাতে
তুমি যে বন্ধু,বন্ধু আমার
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু,বন্ধু আমার,
বন্ধু আমার,বন্ধু আমার।