এই যে তিথি হোক না স্মৃতি
Ai Je Tithi Hok Na Smriti
ছায়াছবি: শুভকামনা
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
কণ্ঠ: কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল
Ai Je Tithi Hok Na Smriti
ছায়াছবি: শুভকামনা
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
কণ্ঠ: কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল
এই যে তিথি হোক না স্মৃতি
কেউ কাউকে ভুলব না
খুলব না অনুরাগে রাঙা রাখি।
এই যে চাওয়া এই যে পাওয়া
শেষ হবেনা কোনোদিনও
থামবেনা স্বপ্নেরই দুটি পাখি।
[যেখানে এই যায় এই নদী বয়ে]-২
মিশবে সাগরে কোনো সময়ে
হব একাকার এ দুটি হৃদয়ে
দু’জনেই এক ছবি যাব আঁকি।
এই যে তিথি হোক না স্মৃতি
কেউ কাউকে ভুলব না
খুলব না অনুরাগে রাঙা রাখি।
[সারাজীবন এই ভালোবাসা]-২
করবে না তো আর কিছু আশা
শুধু দু’জনার সুখেরই এ বাসা
ভাঙবে না কোনোদিনও বোঝ নাকি?
এই যে তিথি হোক না স্মৃতি
কেউ কাউকে ভুলব না
খুলব না অনুরাগে রাঙা রাখি।
এই যে চাওয়া এই যে পাওয়া
শেষ হবেনা কোনোদিনও
থামবেনা স্বপ্নেরই দুটি পাখি
এই যে তিথি হোক না স্মৃতি।