এই দেশেতে এই সুখ হলো
Ei Deshete Ei Sukh Holo
ফকির লালন সাঁই
এই দেশেতে এই সুখ হলো
এই দেশেতে এই সুখ হলো
আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা তরী
জনম গেলো সেঁচতে পানি।।
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চান্দের দয়া হবে।
আমার দিন কি হালে যাবে
বহি এ পাপের তরনী।।
আমি বা কার কে বা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার।
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয়না দিন মণি।।
কার দোষ দিবো এই ভুবনে
হীন হয়েছি ভজন গুণে।
লালন বলে কতো দিনে
পাব সাঁইর চরণ দুখানি।।
Ei Deshete Ei Sukh Holo
এই দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙা তরী, জনম গেল ছেঁচতে পানি ।।
কার বা আমি কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি যার।।
বৈদিক মেঘে ঘোর অন্ধকার।।
উদয় হয় না দিনমণি ।
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়ালচাঁদের দয়া হবে।।
আমার দিন এই হালে যাবে।।
বাইয়ে পাপের তরণী ।
কার দোষ দিব এই ভুবনে
হীন হয়েছি ভজন গুণে।।
লালন বলে কত দিনে।।
পাব সাঁইর চরণ দু’খানি ।