এই তো শপথ নিলাম
Ei To Shopoth Nilam
वादा रहा सनम होंगे जुदा ना हम
ওয়াদা রাহা সানম হোঙ্গে জুদা না হাম
Wada Raha Sanam
Honge Juda Na Hum
चित्रपट/Film: खिलाडी (Khiladi)
गीतकार/Lyricists : अन्वर सागर (Anwar Sagar)
Music Composer: Jatin Pandit,Lalit Pandit
संगीतकार/Music Director: जतिन-ललित
(Jatin-Lalit)
Singers: Abhijeet Bhattacharya,
Alka Yagnik (Hindi)
ফিল্ম: খিলাড়ী
শিল্পী: অনুপমা দেশপাণ্ডে,
অভিজিৎ ভট্টাচার্য্য
হে হে হে হে লা লা লা লা লা
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
[আজকের মতনই রোজ
আসব এখানে,
ঝড়বৃষ্টি হলেও ভালো
বাসবো এখানে]-২
তোমারই হাত ধরেছি
স্বপনে আমি ভরেছি
জীবনে যা চেয়েছি
আমি তা আজ পেয়েছি,ও বন্ধু গো
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
[রয়েছে আরো কথা,
ও মুখে জড়িয়ে
বলোনা সহজে তাকে,
লজ্জা সরিয়ে]-২
দেখোনা ওই আকাশে
কত যে রং আভাসে
ভরেছে তরু মুকুলে
পলাশে আর শিমুলে,ও বন্ধু গো
[মিতালীর এই মালাটি
ফেলবনা কখনো খুলে]-২
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
লা লা লা লা লা লা লা লা
উম উম উম উম উম উম