এই তো শপথ নিলাম | Ei To Shopoth Nilam | Song Lyrics

এই তো শপথ নিলাম
Ei To Shopoth Nilam
वादा रहा सनम होंगे जुदा ना हम
ওয়াদা রাহা সানম হোঙ্গে জুদা না হাম
Wada Raha Sanam
Honge Juda Na Hum
चित्रपट/Film: खिलाडी (Khiladi)
गीतकार/Lyricists : अन्वर सागर (Anwar Sagar)
Music Composer: Jatin Pandit,Lalit Pandit
संगीतकार/Music Director: जतिन-ललित
(Jatin-Lalit)
Singers: Abhijeet Bhattacharya,
Alka Yagnik (Hindi)
ফিল্ম: খিলাড়ী
শিল্পী: অনুপমা দেশপাণ্ডে,
অভিজিৎ ভট্টাচার্য্য
হে হে হে হে লা লা লা লা লা
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
[আজকের মতনই রোজ
আসব এখানে,
ঝড়বৃষ্টি হলেও ভালো
বাসবো এখানে]-২
তোমারই হাত ধরেছি
স্বপনে আমি ভরেছি
জীবনে যা চেয়েছি
আমি তা আজ পেয়েছি,ও বন্ধু গো
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
[রয়েছে আরো কথা,
ও মুখে জড়িয়ে
বলোনা সহজে তাকে,
লজ্জা সরিয়ে]-২
দেখোনা ওই আকাশে
কত যে রং আভাসে
ভরেছে তরু মুকুলে
পলাশে আর শিমুলে,ও বন্ধু গো
[মিতালীর এই মালাটি
ফেলবনা কখনো খুলে]-২
এই তো শপথ নিলাম
যে কথা আজ পেলাম
কখনো যাবোনা ভুলে
[মিতালীর এই মালাটি
ফেলব না কখনো খুলে]-২
লা লা লা লা লা লা লা লা
উম উম উম উম উম উম

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *