এই তো জীবন হিংসা বিবাদ লোভ
Ei To Jibon Hinsa Bibad Lov
শিল্পী-কিশোর কুমার
Ei To Jibon Hinsa Bibad Lov
শিল্পী-কিশোর কুমার
এই তো জীবন,
হিংসা বিবাদ লোভ,
ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।।
এইতো জীবন
কেন দিসরে চুমুক,
তবে বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।।
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ।
চিতাতেই সব শেষ
হায় চিতাতেই সব শেষ
এই তো জীবন।
সাধের ওই দেহটাও,
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।।
চুকে যাবে সময়ের যত
কিছু হিসেব নিকেশ
চিতাতেই সব শেষ
হায় চিতাতেই সব শেষ
এই তো জীবন।
…………………………………………………………
Eito jibon hingsha bibad lobh
khobh biddesh
chitaatei sob shesh haae,
chitaatei sob shesh-x2
Eito jibon
Keno disre chumuk,
tobe bishoyer bishe,
sobi to dhuloy jaabe mishe-x2
thakbena gaaye tor
jholmole daami oi besh
chitaatei sob shesh haae
chitaatei sob shesh
Eito jibon
Sadher ei dehotao,
Ek mutho sada chaai hobe,
sobi to piche pore robe-x2
chuke jaabe somoyer
jototuku hiseb nikesh
chitaatei sob shesh haae
chitaatei sob shesh