এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান | Ei Jagote Taka Holo Jyanto Vagoban | Key Lyrics

এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান
Ei Jagote Taka Holo Jyanto Vagoban
কথা-বাউল রামানন্দ গোঁসাই
শিল্পী-উত্তম দাস বাউল
[টাকা-পয়সা,গুরু-শিষ্য
ভোলা মন আমার মনরে মন আমার
তাই টাকা-পয়সা,গুরু-শিষ্য
সদাই দেয় গো মানীর মান
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান]-২
টাকা ভজ পয়সা পূজো
টাকা করো শান,
টাকা বিনা জগৎ ফাঁকা,
জীবনে সবই অন্ধকার
[টাকা কারো বন্ধু,কারো শত্রু]-২
এই টাকাতেই নেয় জীবন-প্রাণ।
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান।
[যার কাছে নাই কো রে টাকা,
এই ব্রহ্মাণ্ড তার কাছে ফাঁকা]-২
[আবার কতো মানুষ খায় গো ধোঁকা]-২
কেউ করে টাকার লাগি জীবন দান।
এই জগতে হলো জ্যান্ত ভগবান
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান।
বলছে কথা রামানন্দ গোঁসাই,
টাকা ছাড়া ভবপারে,
ওরে মন যাওয়ার উপায় নাই।
[তাই/টাকার লাগি বাউল-দেবদাস]-২
ওরে মন গাইছে বসে বাউল গান।
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান।
[টাকা-পয়সা,গুরু-শিষ্য]-২
সদাই দেয় গো মানীর মান।
[এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান,
এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *