এই উদাসী হাওয়ার | Ei Udasi Haoar Pathe Pathe | রবীন্দ্রনাথ ঠাকুর

শিরোনামঃ এই উদাসী হাওয়ার
Ei Udasi Haoar Pathe Pathe
শিল্পীঃ শ্রাবণী সেন
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহো লহো করুন করে।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে।।
যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদনভরে,
যেন আমায় স্মরণ করে।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে।।
বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যাথায়
ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা দুজনের মিলনহ্বলতা,
জ্যােৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে
দিনের তরে তোমার অলস দ্বিপ্রহরে।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে,
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহো লহো করুণ করে,
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে।।
এই উদাসী হাওয়ার

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *