উত্তর পাড়ার ছেলে আমি
Uttarparar Chele Ami
ছায়াছবি: সংঘর্ষ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু,ইলা অরুন,
অলকা ইয়াগনিক,কবিতা কৃষ্ণমূর্তি
Uttarparar Chele Ami
ছায়াছবি: সংঘর্ষ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু,ইলা অরুন,
অলকা ইয়াগনিক,কবিতা কৃষ্ণমূর্তি
(উত্তর পাড়ার মুরদ কত
অনেক দেখেছি !
দক্ষিণ পাড়ার হিম্মত কি
অনেক শুনেছি !
যা যা যা যা যা যা যা যা)
উত্তর পাড়ার ছেলে আমি
এই উত্তর পাড়ার ছেলে আমি
দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যারে ফুটে যা
এই উত্তর পাড়ার মেয়ে আমি
উত্তর পাড়ার মেয়ে আমি
দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যারে ফুটে যা
দক্ষিণ পাড়ার ছেলে আমি।।
উত্তর পাড়ার ফড়িং
যারে উড়ে যা !
অ্যা উত্তর পাড়ার ছেলে আমি
উত্তর পাড়ার ছেলে আমি
আরে দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যারে ফুটে যা ;
যা যা যা যা যা যা যা যা যা
রাস্তা ছেড়ে যাও পালিয়ে
উত্তর পাড়ার ভুত
সব লাগাবে গায়ে তোদের
দক্ষিণের বিদ্যুৎ।
রাস্তা তোদের শ্বশুর বাড়ি,
বাপের বাড়ির নয়,
কে হলো বাপ কে যে শ্বশুর,
বুঝলি রে নিশ্চয়।।
বাপ তুলে তুই কথা বলিস
ভারি স্পর্ধা !
মনে রাখিস বাপের উপর
আছে ঠাকুরদা।
আরে উত্তর পাড়ার ছেলে আমি
উত্তর পাড়ার ছেলে আমি
দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যারে ফুটে যা !
দক্ষিণ পাড়ার ছেলে আমি
আরে দক্ষিণ পাড়ার ছেলে আমি
উত্তর পাড়ার পেত্নী
শ্যাওড়া গাছে যা !
যারে ফুটে যা;
যা যা যা যা যা যা
রাস্তা ছেড়ে না দিলে রে
মারবো ঢিসুম ঢুম
ফাটবে মাথা হায় মরে যাই
তু তুরে তু তু
বিশ্ব পেয়ে লক্ষ ঢুসুম,
ওরে ব্যাঙের ছা,
চাও তো কি যে,
কাটবে না তোর,
বুড়ো ঝাটার ঘা।।
মুখের কথার চেয়েও
আমার কাজে অাদর্শ
ভয়টা কিসের বাধলে বাঁধুক
এবার সংঘর্ষ।
দক্ষিণ পাড়ার ছেলে আমি।।
উত্তর পাড়ার ফড়িং
যারে উড়ে যা !
এ উত্তর পাড়ার ছেলে আমি
উত্তর পাড়ার ছেলে আমি
দক্ষিণ পাড়ার পিঁপড়ে
যারে ফুটে যা !
আরে দক্ষিণ পাড়ার মেয়ে আমি
দক্ষিণ পাড়ার মেয়ে আমি
উত্তর পাড়ার ছ্যাকড়া
গর্তে ঢুকে যা !
যা যা যা
যারে ফুটে যা !
যারে ফুটে যা !
যা যা যা যা যা যা