ইলিশ মাছের পাতুরি
Ilish Macher Paturi
শিল্পী: ঊষা উত্থুপ
Ilish Macher Paturi
শিল্পী: ঊষা উত্থুপ
ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া।।
চিংড়ি মাছের মালাইকারি, তোমায় দিব রাধিয়া।।
ও পুরুষ রে, আমায় যদি কর গো বিয়া।।
জামা কাপড় ধোব গো তোমার,
সাজাবো তোমার ঘর,
তোমার বন্ধু কুটুম এলে,
করব সমাদর।।
শাশুড়ি হবে মা যে আমার
ননদী হবে বোন।
ছেলেমেয়ের সব ঝামেলা
সইব আজীবন।
যদি মার ধর গো,সইব যে মুখ বুজিয়া।।
গোসা করলে মান ভাঙব,পায়ে ধরে সাধিয়া।।
হায় হায় পুরুষ রে,আমায় যদি কর গো বিয়া।।
ও পুরুষ রে,আমায় যদি কর গো বিয়া।।
যতই বি.এ. পাশ করিনা,রূপসী আমি হই!
পণ ছাড়া কে করবে গো বউ,এমন সুজন কই।।
আজো তো নারী বন্দিনী হায়,মনকে সাধি।
এই অপমান,এই অনাদর,সইব কতদিন
শাঁখা সিঁদুর দাও আমায়,কানাকড়ি না নিয়া।।
আমিও যে রাখবো তোমায়,ভালোবাসায় বাঁধিয়া।।
ও পুরুষ রে,আমায় যদি কর গো বিয়া
হায় পুরুষ রে,আমায় যদি কর গো বিয়া।
ইলিশ মাছের পাতুরি,পোনা মাছের কালিয়া।।
চিংড়ি মাছের মালাইকারি,তোমায় দিব রাধিয়া।।
ও পুরুষ রে,আমায় যদি কর গো বিয়া।।