আহা কি আনন্দ
Aha Ki Ananda
ছায়াছবি: হীরক রাজার দেশে(১৯৮০)
কথা,সুর ও সংগীত: সত্যজিৎ রায়
কণ্ঠ: অনুপ ঘোষাল
আহা কি আনন্দ
[আহা কি আনন্দ আকাশে বাতাসে]-৩
[শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে]-২
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
[আজকে মোদের বড়ই সুখের দিন]-২
[আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা
হয়েছি স্বাধীন]-২
আহা হয়েছি স্বাধীন।
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে,
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে,
[ভরবো ভুবন গানের সুরে]-২
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে,
মনে আসে,ফিরে আসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে,
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
Aha Ki Ananda
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
আজকে মোদের বড়ই সুখের দিন
আজকে মোদের বড়ই সুখের দিন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আহা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে
ভরবো ভুবন গানের সুরে
ভরবো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে
মনে আসে, ফিরে আসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে