আর যেন নেই কোনো ভাবনা
Aaj Jeno Nei Kono Bhabna
ছায়াছবি: দীপ জ্বেলে যাই
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর
[আর যেন নেই কোনো ভাবনা
যদি আজ অকারন কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না]-২
[ভ্রমরের বেণু সুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে]-২
কহিবে ফাগুন যেন আমারে
আমি তোমার ভুবন ছেড়ে কভু যাবোনা।
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারন কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবোনা
আর যেন নেই কোনো ভাবনা।
[জানিনা সে তো আমি জানিনা]-২
ওগো কোন সুদূরে
তোমার বলাকারা ডাক দিয়ে যায় যে উড়ে
[কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কত ভালো লাগলো]-২
আঁখিতে স্বপন আছে জড়ানো
আমি এ আবেশ কভু ফেলে যেতে চাবো না
আর যেন নেই কোনো ভাবনা
যদি আজ অকারন কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবোনা
আর যেন নেই কোনো ভাবনা।