আর বিলম্ব নয় – Aar Bilamba Noy (ছায়াছবি: হীরক রাজার দেশে)

 আর বিলম্ব নয়

Aar Bilamba Noy

ছায়াছবি: হীরক রাজার দেশে(১৯৮০)

কথা,সুর ও সংগীত: সত্যজিৎ রায়

কণ্ঠ: অনুপ ঘোষাল

না না না না

[আর বিলম্ব নয়]-২

আর বিলম্ব না না

আর বিলম্ব নয়।

[এখনো মোদের শরীরে রক্ত

রয়েছে গরম,মেটেনি শখ তো

আছে যত হাড়,সবই তো শক্ত

এখনো ধকল সয়]-২

[এখনো আছে সময়]-২

আর বিলম্ব নয়

আর বিলম্ব না না

আর বিলম্ব নয়।

[দুনিয়ায় কত আছে দেখবার

কত কী জানার,কত কী শেখার

(সবই তো বাকি,কিছুই দেখা হয় নাই!)

দুনিয়ায় কত আছে দেখবার

কত কী জানার,কত কী শেখার

[ঘরে কেন বসে রয়েছি বেকার?]-২

[আর কি সহ্য হয়?]-২

(অসহ্য!)

[এখনো আছে সময়]-২

[আর বিলম্ব না না]-২

আর বিলম্ব নয়।

(চলো হে,কোথাও ঘুরে আসি গিয়ে)

[চলো যাই ঘুরে]-২

আসি প্রাণভরে

[বনেতে,পাহাড়ে,মরুপ্রান্তরে]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *