আর কেন মন ঘুর বাহিরে | Ar Keno Mon Ghur Bahire | Keylyrics

আর কেন মন ঘুর বাহিরে
Ar Keno Mon Ghur Bahire
ফকির লালন সাঁই
আর কেন মন ঘুর বাহিরে
চল না আপন অন্তরে ।
বাইরে যার তত্ত্ব কর অবিরত
সে তো আজ্ঞাচক্র বিহারে ।।
বামে ইড়া নাড়ি দক্ষিণে পিঙ্গলা
শ্বেত রজঃগুনে করিতেছে খেলা
মধ্যে শতগুণ সুষুম্না বিমলা
ধর ধর তারে সাদরে ।।
কুলুকুন্ডলিনী শক্তি বায়ু বিকারে
অচৈতন্য হয়ে আছে মূলাধারে
গুরদত্ত তত্ত্ব সাধনেরই জোরে
চেতন কর তাহারে ।।
মূলাধার অবধি পঞ্চচক্র ভেদি
লালন বলে আজ্ঞাচক্রে রয় নিরবধি
হেরিলে সে নিধি যাবে ভব ব্যাধি
ভাসবি আনন্দ সাগরে ।।
আর কেন মন ঘুর বাহিরে | Ar Keno Mon Ghur Bahire | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *