আর কি শ্যাম আসিবে ঘরে | Ar Ki Shyam Asibe Ghore | দূরবীন শাহ

আর কি শ্যাম আসিবে ঘরে
Ar Ki Shyam Asibe Ghore
মরমী বাউল সাধক দুর্বিন শাহ



আর কি শ্যাম আসিবে ঘরে,
রাই গেলে মরিয়া গো-কার লাগিয়া।
সুখের নিশি যায় আমার কাদিয়া গো-কার লাগিয়া।
কার জন্য মালা গাথিলাম,
ফুলতুলে সজ্জা সাজাইলাম গো।
কত জ্বালা সইয়া রইলাম,
কাল নিশি জাগিয়া গো-কার লাগিয়া।
সুখের নিশি যায় আমার কাদিয়া গো-কার লাগিয়া।
আমারে ফেলিয়া দূরে,
বন্ধু রইল কার বাসরে গো।
যে যার আশা পূর্ণ করে,
থাকুক সুখি হইয়া গো-কার লাগিয়া।
সুখের নিশি যায় আমার কাদিয়া গো-কার লাগিয়া।
মা হারা সন্তানের মতন,
সার হইল আমারই কান্দন গো।
যুবা নারী কান্দে যেমন,
স্বামী হারা হইয়া গো-কার লাগিয়া।
সুখের নিশি যায় আমার কাদিয়া গো-কার লাগিয়া।
সখি তোমরা জান যদি,
যাও হইয়া আমার দরদী গো।
দূরবীন শাহরী প্রেম ঔষধি,
শীঘ্র আন যাইয়া গো-কার লাগিয়া।
সুখের নিশি যায় আমার কাদিয়া গো-কার লাগিয়া।

আর কি শ্যাম আসিবে ঘরে | Ar Ki Shyam Asibe Ghore | দূরবীন শাহ
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *