আর কতকাল কান্দাবি রে দয়াল
Aar Katokal Kandabi Re Dayal
শিল্পী: পরীক্ষিত বালা
আর কতকাল কান্দাবি রে দয়াল
আর কতকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে দয়াল
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে;
[চাল ছাইতে পারলাম না আমি]-২
উড়াইয়া নিলো ঘরের চাল
দয়াল উড়াইয়া নিলো ঘরের চাল
গেলো না আমার
দুঃখেরই কপাল।
আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে দয়াল
আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে;
[জল দিতে পারলাম না আমি]-২
শুকাইয়া গেলো গাছেরই ডাল
দয়াল শুকাইয়া গেলো
গাছেরই ডাল।
গেলো না আমার
দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে দয়াল
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে;
[পরের জমি চষতে চষতে]-২
নিজের জমি হয় বেহাল
দয়াল নিজের জমি হয় বেহাল।
গেলো না আমার
দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।
আর কতকাল কান্দাবি রে দয়াল
আর কতকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরই কপাল
[ও দয়াল গেলো না আমার,
দুঃখেরই কপাল]-২