আরে ও জীবনরে | Are O Jibonre Lyrics | Goshto Gopal | Key Lyrics

আরে ও জীবনরে ‍
Are O Jibonre Lyrics
Lyric: Goshto Gopal Tune: Goshto Gopal
 

আরে ও জীবনরে ‍

 
আরে ও জীবন রে
ছাড়িয়া না যাইস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।
 
ও জীবন রে…….
কাঞ্চা বাঁশের কাট পালংক রে
আরে ও জীবন সংগে শুকনা খড়ি,
মুসলমান কয় আল্লাহ আল্লাহ
হিন্দু বলে হরি জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।
 
ও জীবন রে………
মায়ে কান্দে পুত্র পুত্র রে
আরে ও জীবন বইনে কান্দে ভাই ভাই,
ঘরেও রমনী কান্দে
আমার কেহ নাই জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।
 
ও জীবন রে……..
ভাই বলো ভাতিজা বলো রে
আরে ও জীবন সম্পতির ভাগি,
অসময় নিদানের কালে
কেউ হবে না সাথী জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমার ।।

 

Are O Jibonre Lyrics

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *