আয় মা ডাকাত কালি আমার ঘরে কর ডাকাতি

শ্যামা সঙ্গীত, #কাজী_নজরুল_ইসলাম
.
আয় মা ডাকাত কালি আমার
ঘরে কর ডাকাতি |
যা আছে সব কিছু মোর লুটে নে
মা রাতারাতি ||

আয় মা মশাল জ্বেলে ডাকাত
ছেলে ভৈরবদের করে সাথী
জমেছে ভবের ঘরে অনেক
টাকা যশঃ খ্যাতি |

কেড়ে মোর ঘরের চাবি নে মা
সবই পুত্রকন্যা স্বজন জ্ঞাতি ||
মায়ার দুর্গে আমার দুর্গা
নামও হার মেনেছে

ভেঙে দে সেই দুর্গ আয়
কালিকা তাথৈ নেচে |
রবে না কিছুই যখন রইবে
ভাঁড়ে মা’ ভবানী

মুক্তি পাবো সেদিন টানবো
না আর মায়ার ঘানি |
খালি হাতে তালি দিয়ে কালি
বলে উঠবো মাতি / কালি কালি
কালি বলে উঠবো মাতি
. কালি কালি কালি বলে /
খালি হাতে তালি দিয়ে উঠবো
মাতি ||

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *