আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা
Ay, Kheye Ne Beheshter Sei Sorabon Tohura | Key Lyrics
গীতিকার : রজ্জব দেওয়ান
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
আল-কোরআনে আসলো প্রমান, আশেক-গাং তার ইশারা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হল প্রচার,
আপনে খুলবে বেহেশ্তের দ্বার, সত্য মুমিন হবে যারা,
আয় খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
মুমিনদের খেদমতের তরে, ইশকেরও পেয়ালা করে,
প্রেম অমৃত সুধা ভরে, কত, কূল গেলে, মান আছে খাড়া।
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
নবী-অলি-পীর-সাধু পান করে তার এক বিন্দু,
ধ্যান ধরে এক দীনবন্ধু, কাটায় এক নেশাতেই জনমভরা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।
রজ্জব-এ সেই নেশার ঝোকেই, মুখে আবোল-তাবোল বকে,
আবার জ্ঞান করে তা, জ্ঞানী লোকে, অজ্ঞানে কয় পাগল করা,
আয়, খেয়ে নে বেহেশতের সেই সরাবন তহুরা।