আমি সরকারি কর্মচারী | Aami Sarkari Karmochari | Lyrics

আমি সরকারি কর্মচারী
Aami Sarkari Karmochari
কণ্ঠ: নচিকেতা চক্রবর্তী
বারোটায় অফিস আসি দুটোয় টিফিন।
তিনটেয়ে যদি দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে,নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে,
ধীরে ধীরে পা বাড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি।
আমি সরকারি কর্মচারী
আমি অফিসেতে বসে বসে
আনন্দলোক পড়ি,
টাডা থেকে ছাড়া পেল সঞ্জয়।
আর টেবিলেতে আমার ফাইল
এসে জমে জমে
দূর থেকে মনে হয় হিমালয়!
হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা
টি-এ,ডি-এ বাড়ানোর জন্য।
এরই মাঝে মাসে যদি একদিনও কাজ করি,
অফিসটা হয়ে যায় ধন্য।
কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি।
আমি সরকারি হুঁ
আমি সরকারি কর্মচারী।
(মা,মাগো জগৎজননী
অন্নদায়িনী মা আমার রক্ষা করো !)
ঘুষ আমার ধর্ম ঘুষ আমার কর্ম
ঘুষ নিতে কি সংশয়?
প্রকাশ্যে চুমু খাওয়া
এই দেশে অপরাধ
ঘুষ খাওয়া কখনই নয়।
তাই কারো ফাইল পাস করে
নির্লজ্জের মত
হাতখানা পেতে দিতে পারি।
[আমি সরকারি কর্মচারী]-৩
আমি আমি সরকারি কর্মচারী
বারোটায় অফিস আসি দুটোয় টিফিন।
তিনটেয়ে যদি দেখি সিগন্যাল গ্রীন,
চটিটা গলিয়ে পায়ে,নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি।
কোনো কথা না বাড়িয়ে,
ধীরে ধীরে পা বাড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি।
[আমি সরকারি কর্মচারী]-৩
আমি আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
মাগো আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি আমি সরকারি কর্মচারী।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *