আমি যে পিয়াসী মরু
Aami Je Piyasi Maru (1965)
কথা: বিশ্বনাথ বর্ধন
সুর ও কণ্ঠ: অখিলবন্ধু ঘোষ
Aami Je Piyasi Maru (1965)
কথা: বিশ্বনাথ বর্ধন
সুর ও কণ্ঠ: অখিলবন্ধু ঘোষ
আমি যে পিয়াসী মরু
চির-বিরহী চির-বিরহী
[তোমারি পরশ লাগি জাগিয়া রহি]-২
চির-বিরহী চির-বিরহী।
[তুমি বরষার নদী পথ ভুলে এলে যদি]-২
[আমার এ মরু পথে]-২
যেও গো বহি
চির-বিরহী চির-বিরহী।
জানি ওগো জানি তুমি মরুর মায়া
আমার ভুবনে আজ দেবেনা ছায়া
মরুর মায়া
[বাদল মেঘের লাগি হিয়া তবু রয় জাগি]-২
[না পাওয়ার বেদনায়]-২
নিজেরে দহি
চির-বিরহী চির-বিরহী।
[তোমারি পরশ লাগি জাগিয়া রহি]-২
চির-বিরহী চির-বিরহী।