আমি ভুলে গেছি সব হায় | Ami Vule Gechi Sob Hai

আমি ভুলে গেছি সব হায়
Ami Vule Gechi Sob Hai
কথা: ইথুন বাবু
শিল্পী: লিপি নাসরিন
[আমি ভুলে গেছি সব হায়
তোমার কথা পারিনা ভুলে যেতে]-২
[না না আমি পারবনা আজ]-২
তোমার দেওয়া স্মৃতি ভুলে যেতে
আমি ভুলে গেছি সব হায়
তোমার কথা পারিনা ভুলে যেতে।
জীবনের গল্প দু’জনে মিলে
বুকে রেখেছি চেপে
একি স্বপ্ন ছিল যে
দু’চোখেরই মাঝে
ও দু’চোখেরই মাঝে।
আমি সইতে পারিনা যে হায়
তোমার কথা পারিনা ভুলে যেতে
[না না আমি পারবনা আজ]-২
তোমার দেওয়া স্মৃতি ভুলে যেতে।
হায়রে হৃদয়ের জ্বালা কি যে
বুঝবেনা মুখটা দেখে
নিজের আগুনে নিজেই পুড়েছি
মনকে বেঁধে রেখে
হায় মনকে বেঁধে রেখে
আমি কইতে পারিনা যে হায়
তোমার কথা পারিনা ভুলে যেতে
[না না আমি পারবনা আজ]-২
তোমার দেওয়া স্মৃতি ভুলে যেতে
আমি ভুলে গেছি সব হায়
তোমার কথা পারিনা ভুলে যেতে।
[না না আমি পারবনা আজ]-২
তোমার দেওয়া স্মৃতি ভুলে যেতে
আমি ভুলে গেছি সব হায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *