আমি ধূপ জ্বেলেছি মন্দিরে মোর
Aami Dhup Jwelechhi Mondire Mor
কথা: ভবা পাগলা
শিল্পী: গৌতম দাস বাউল
Aami Dhup Jwelechhi Mondire Mor
কথা: ভবা পাগলা
শিল্পী: গৌতম দাস বাউল
আমি ধূপ জ্বেলেছি ধূপ জ্বেলেছি
মন্দিরে মোর দীপ জ্বালি নাই
আমি দীপ জ্বালি নাই আ আ আ
সাজিয়েছি পূজার থালা।।
মালা গাঁথি নাই দীপ জ্বালি নাই
আমি ধূপ জ্বেলেছি ধূপ জ্বেলেছি
মন্দিরে মোর দীপ জ্বালি নাই।
কামনা বাসনাদি আ আ
তাই দিয়ে সাজালাম বেদি
আর এই কামনা বাসনাদি
তাই দিয়ে সাজালাম বেদি
বয়ে যায় ঐ আশার নদী।।
কূলহারা সাগরে ধাই
দীপ জ্বালি নাই
আমি ধূপ জ্বেলেছি ধূপ জ্বেলেছি
মন্দিরে মোর দীপ জ্বালি নাই।
আ আ আ
তাই হৃদয় কুসুম চন্দন
তাই বিন্দুমাত্র আয়োজন
হৃদয় কুসুম চন্দন
তাই বিন্দুমাত্র আয়োজন
আর ইন্দ্রিয়গন হয়ে জাগরণ
ইন্দ্রিয়গন হয়ে জাগরণ
পঞ্চভূতে বাধল লড়াই
দীপ জ্বালি নাই
আমি ধূপ জ্বেলেছি ধূপ জ্বেলেছি
আমি দীপ জ্বালি নাই।
তাই ভবা ভাসে নয়ন জলে
কেউ দিলোনা প্রদীপ জ্বেলে
ভবা ভাসে নয়ন জলে
আর কেউ দিলোনা প্রদীপ জ্বেলে
সঙ্গের সাথী গেল ফেলে।।
দেবতা দিলোনা ঠাঁই
দীপ জ্বালি নাই
আমি ধূপ জ্বেলেছি
মন্দিরে মোর দীপ জ্বালি নাই
আর সাজিয়েছি পূজার থালা
সাজিয়েছি পূজার থালা
মালা গাঁথি নাই নাই
দীপ জ্বালি নাই
আমি ধূপ আমি ধূপ
জ্বেলেছি ধূপ জ্বেলেছি
মন্দিরে মোর দীপ জ্বালি নাই
আমি দীপ জ্বালি নাই।