আমি দেখিনি তোমায় চোখের তারায়
Ami Dekhini Tomay Chokher Taray
ইসলামী গ়জ়ল
কথা: জাফর আহমাদ রাবি
সুর: সাঈদ আহমাদ
কণ্ঠ: কলরব শিল্পগোষ্ঠী
[আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালোবেসেছি]-৩
[মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি]-২
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালোবেসেছি
[ওহুদের ময়দানে রক্ত ঝরালে
দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্যজাতি ছিলো শূন্য]-২
[শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি]-৩
হুঁ হুঁ হুঁ হুঁ
[মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি]-২
[দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌঁছে দিয়েছো দিন-রাত
চিনল না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত]-২
[তোমার পায়ের পথের ধূলি
এই চোখে সুরমা দিয়েছি]-৩
হুঁ হুঁ হুঁ হুঁ
মনের এই ক্যানভাসে
তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে
তোমার ছবি ভাসে
তোমার প্রেমের মালা গেঁথেছি।
[আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালোবেসেছি]-৫
মনের এই ক্যানভাসে
তোমার ছবি ভাসে
তোমার প্রেমের মালা গেঁথেছি।