আমি দুর্গা মায়ের চরণ তলে | Ami Durga Mayer Charan Tole

আমি দুর্গা মায়ের চরণ তলে

Ami Durga Mayer Charan Tole

 

আমি দুর্গা মায়ের চরণ তলে

আমি দুর্গা মায়ের চরণ তলে ঘর বেঁধেছি (২)
কত আশা সবি নিয়ে বসে রয়েছি(২)
______________ঐ_______________

চাই না আমি ধন রতন চাইনা কারো মন
অন্তিমকালে মায়ের নামটি রয় যেনো স্মরণ (২)
আমি তারা মায়ের প্রেমে পড়ে সব ছেড়েছি(২)
কত আশা সবি নিয়ে বসে রয়েছি (২)
____________ঐ___________

দেওয়ার মতো নায়তো কিছু নেয় কোনো সম্বল
শুধু আছে মন্তল ও প্রেমো অশ্রু জল(২)
আমি দুর্গা মাকে সম্বল করে সব ভুলেছি(২)
কত আশা সবি নিয়ে বসে রয়েছি (২)
______________ঐ__________

মায়ের কৃপা সম্বল আমার নাই রে অন্য গতি
মা বিনে এই জীবনে নাইরে কোনো সাথী (২)
শংকরানন্দ হলো দন্ড আমি দূর্গা পেয়েছি(২)
কত আশা সবি নিয়ে সবি নিয়ে বসে রয়েছি (২)
——————————-ঐ—————————–

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *