আমি তো মরেই যাবো | Ami to morei jabo Lyrics

আমি তো মরেই যাবো

Ami to morei jabo

কথা, সুর ও শিল্পীঃ আব্দুস সাত্তার মোহন্ত

 

Ami to morei jabo

আমি তো মরেই যাবো চলেই যাবো

রেখে যাবো সবই

আছিসনি কেউ সঙ্গের সাথী

সঙ্গেনি কেউ যাবি আমি  মরে যাবো

আমিতো মরেই যাবো!!

মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটার ভীর

কেউবা আমায় মাটি দিতে হইবে অস্থির(!!)

আমায় দিবে মাটি-

আমায় দিবে মাটি ভুল ত্রুটি

চেয়ে নিবে ক্ষমা,বাড়ি এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা

আমি মরে যাবো, আমিতো মরেই যাবো!!

মরে যাবো রেখে যাবো দুনিয়ার সম্পদ – এই সম্পদে ডেকে আনবে বিপদ আর আপদ (!!)

সম্পদ ভাগের জন্য  মনেমালিন্য হবে ঝগড়ার সূত্রপাত

একজন করবে আরেকজনকে অপমান আঘাত

আমি মরে যাবো,আমিতো মরেই যাবো!!

ভালো-মন্দ উপার্জনের গড়া এই সংসার ওরা- পাপ-পূর্ণের  ধার ধারে না শুধুই অংশীদার (!!)

আমি মরার পরে হিসাব করে

দিবে পাপের বোঝা

অনন্তকাল বইবো আমি,

আমার পাপের সাজা

আমি মরে যাবো,আমিতো মরেই যাবো!!

গানের ছন্দে মনানন্দে মাথা ঝুলাও তালে

বুঝলিনা জীবন্ত মানুষ লিখকে কি বলে

তোমাদের হাতে ধরি , তোমাদের হাতে ধরি

পায়ে পড়ি,বেঁধে নাও ছামান

মোহন্ত কয় পার ঘাটাতে ভয়ংকর নিদান

আমি তো মরেই যাবো!!

 

 

 

আমি তো মরে যাব

আমি তো মরে যাব
চলে যাব, রেখে যাব সবই,
আছস কি কেউ সঙ্গের সাথী
সঙ্গে নি কেউ যাবি।

মরার সঙ্গে-সঙ্গে পড়ে যাবে
কান্নাকাটির ভীড়,
সবাই মোরে মাটি দিতে
হইবে অস্থির।
আমায় দেবে মাটি, ভুলত্রূটি
চেয়ে নেবে ক্ষমা,
কেউ বা এসে হিসাব করবে
কোন ব্যাঙ্কে কি জমা।

মরে যাব, রেখে যাব
দুনিয়ার সম্পদ,
সেই সম্পদই আনবে ডেকে
আপদ আর বিপদ।
সম্পদ ভাগের জন্য
মনমালিন্য ঝগড়ার সূত্রপাত,
একজনকে আর-একজন করবে
আঘাত অপবাদ।

গানের ছন্দে মন-আনন্দে
মাথা ঝোলাও তালে,
বুঝলি না কি অন্ত মানুষ
গায়কে কি বলে।
সবার হাতে ধরি, পায়ে পড়ি
বেঁধে নাও সামান,
কিতাবে কয় ও পাপের জান
ভয়ংকর নিদান।

সত্য-মিথ্যা উপরজনের
বানানো সংসার,
পাপ-পুণ্যের ধার ধারি না
শুধু অংশীদার।
আমি মরার ‘পরে হিসেবে ক’রে
দেবে পাপের বোঝা,
সারাজীবন বইতে হবে
সেই পাপেরই সাজা।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *