আমি তোমারই প্রেম ভিখারি
Ami Tomari Prem Vikhari
ছায়াছবি: চন্দন দ্বীপের রাজকন্যা
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
Ami Tomari Prem Vikhari
ছায়াছবি: চন্দন দ্বীপের রাজকন্যা
কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
আমি তোমারই প্রেম ভিখারি
ভালবেসে ঠাঁই দিও পরানে গো
ভালবেসে ঠাঁই দিও পরাণে।
আমি তোমারই তুমি আমারই
পাশে থেকো জীবনে মরণে গো
পাশে থেকো জীবনে মরণে।
বুকেরই ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি
চোখেরই মণিতে শয়নে-স্বপনে
আছ তুমি দিবসও রাতি
ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো
ভালোবেসে ঠাঁই দিও পরাণে
আমি তোমারই প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো
ভালোবেসে ঠাঁই দিও পরাণে।
তোমারে আমি যে
কত ভালোবাসি গো
বোঝাব কেমনে বোঝাবো ?
তোমারে না পেলে
জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালোবেসে ঠাঁই দিও পরানে গো
ভালোবেসে ঠাঁই দিও পরানে।
আমি তোমারি প্রেম ভিখারি
ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো,
ভালোবেসে ঠাঁই দিও পরাণে।।।