আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসব
Ami Tomay Bhalo Je Besechi Valobasbo
ছায়াছবি: জীবন সঙ্গী (টালিউড)/
মন মানেনা (ঢালিউড)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কন্ঠ: অমিত কুমার,
অলকা ইয়াগনিক
আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসব।।
যেখানেই যাবে,আমাকেই পাবে।।
তোমারি কাছেতে আমি আসব
ভালোবাসব ভালোবাসব।।
যেমন কোকিলা শোনাতে পারেনা,
কুহু কুহু ছাড়া কিছু,
যেমন ছায়াটি চলেগো কেবলি
আলোরি পিছু পিছু,
যেন সেই ভাবে আমাকেও পাবে।।
তোমারি হাসিতে আমি হাসবো,
ভালোবাসব ভালোবাসব
ফুলের বনেতে ফাগুন দিনেতে
যেমন বাতাস লাগে
তেমনি আবেশে প্রানের এদেশে
থাকব যে অনুরাগে
দুটি মন ভরে যত রং ঝরে।।
সে রঙে সুখের ছবি আঁকব
ভালবাসব ভালবাসব।
পাথরে পাথরে সোনার আঁখরে
লিখে যাবো দু’টি নাম
দু’জনে মিলেছি ভালো যে বেসেছি
বলে যাবো অবিরাম
যেন সেই কথা হবে রূপকথা।।
আমরা গানের সুরে ভাসব
ভালবাসব ভালবাসব
আমি তোমায় ভালো যে বেসেছি
ভালবাসব।।
যেখানে যেই যাবে আমাকেই পাবে।।
তোমারি কাছেতে আমি আসব
ভালবাসব ভালবাসব
ভালবাসব ভালবাসব।