আমি তফাত বুঝি না
Ami Tofat Bujhi Na
শিল্পী-মান্না দে
আমি তফাত বুঝি না
আমি তফাত বুঝি না
আমি তফাত বুঝি না
দু’জনার তফাত বুঝি না
আমার জন্মদাত্রী মা ই
আমার ঠাকুর ঘরের মা।
আমি তফাত বুঝি না
দু’জনার তফাত বুঝি না।
যখন মায়ের কাছে আসি,
দেখি মায়ের মুখের হাসি।।
আমার দুই চোখ দেখে,দুটি মা নয়
দুই চোখ দেখে,দুটি মা নয়
একটি মায়ের একই প্রতিমা।
আমি তফাত বুঝি না
আমি তফাত বুঝি না
আমার জন্মদাত্রী মা ই
আমার ঠাকুর ঘরের মা।
আমি তফাত বুঝি না
দু’জনার তফাত বুঝি না।
মা হওয়া নয় মুখের কথা,
মাকে দেখেই বুঝি,
ভালবাসার শেষ ঠিকানা,
মায়ের কাছেই খুঁজি।।
মা কখনো হয় কি দুভাগ,
ভিন্ন কি হয় মায়ের সোহাগ।।
আমার মানবী মা দেবী মায়ের
মানবী মা দেবী মায়ের
হৃদয় যে একই করুণা।
আমি তফাত বুঝি না
দু’জনার তফাত বুঝি না
আমার জন্মদাত্রী মা ই
আমার ঠাকুর ঘরের মা।
আমি তফাত বুঝি না
আমি তফাত বুঝি না
আমি তফাত বুঝি না
দু’জনার তফাত বুঝি না।