আমি কী দিয়ে পূজিব ভগবান
Ami ki diye pujibo bhagawan
আমি কী দিয়ে পূজিব ভগবান
তোমারে কী দিয়ে পূজিব ভগবান।। (২)
মন্দিরে তুমি, আরতিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তুতিতে তুমি। (২)
ভগবান দিয়ে ভগবানের পূজা
করিতে মানি অপমান।।
আমি কী দিয়ে পূজিব ভগবান
তোমারে কী দিয়ে পূজিব ভগবান।। (২)
চন্দ্র সূর্য আর গ্রহ তারা
পূজা করে যত ব্রজগোপীরা। (২)
বনফুল যার পূজারই সম্বল
যোগী ঋষি করে ধ্যান।।
আমি কী দিয়ে পূজিব ভগবান
তোমারে কী দিয়ে পূজিব ভগবান।। (২)
কখনো তব রূপ দেখি নাই, হে হরি;
আপন মন্দিরে তোমাকে গড়ি। (২)
তুমি হাসো না কাঁদো বুঝিতে না পরি
তাই কাঁদে মন প্রাণ।।
আমি কী দিয়ে পূজিব ভগবান
তোমারে কী দিয়ে পূজিব ভগবান।। (২)
মতান্তরে
কী দিয়ে পূজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি সকলি তোমারি যে দান।।
মন্দিরে তুমি, মুরতিতে তুমি পূজার ফুলে তুমি,স্তব-গীতে তুমি ভগবান দিয়ে ভগবান পূজা তুমি যদি ভাব অপমান।।
কেমন তব রূপ দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারে গড়ি। কোটি রবি শশী আরতি করে যার মৃৎ প্রদীপ জ্বালি আমি দেউলে তার বন-ডালায় পূজা-কুসুম-সম্ভার যোগী মুনি করে যুগ যুগ ধ্যান।।