আমি কি করিব রে ও প্রাণ নাথ তুমি বিনে
Ami Ki Koribore O Prano Nath Tumi Bine
সাধক শাহ আব্দুল করিম
আমি কি করিব রে ও প্রাণ নাথ
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে ও প্রাণ নাথ
তুমি বিনে।।
আসা-যাওয়া সার হইয়াছে
নিয়তির বিধানে
জন্ম-জরা যম-যাতনা
বাড়ে দিনে-দিনে রে ও প্রাণ নাথ
তুমি বিনে…
আশিক যারা জানে তারা,
মন দিয়া মন কিনে
প্রেম সাগরে বাইলে বরশি
ধরে রসের মীনে রে ও প্রাণ নাথ
তুমি বিনে…
চির অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে ও প্রাণ নাথ
তুমি বিনে..