আমি ঐ চরণে দাসের যোগ্য নয়
Ami Oi Chorone Daser Jogyo Noi
ফকির লালন শাহ্
আমি ঐ চরণে দাসের যোগ্য নয়।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব জানিনে প্রেম জানিনে
দাসী হতে চাই চরণে
ভাব দিয়ে ভাব নিলে মনে
সেই সে রাঙা চরণ পায়।।
নিজ গুণে পদারবিন্দু
দেন যদি সাঁই দ্বীনবন্ধু
তবো তরি ভবো সিন্ধু
নইলে না দেখি উপায়।।
অহল্যা পাষাণী ছিলো
প্রভুর চরণ ধুলায় মানবী হলো
ফকির লালন পথে পড়ে রইলো
যা করেন সাঁই দয়াময়।।