আমি আসবো ফিরে | Aami Ashbo Phirey | নীল দত্ত

আমি আসবো ফিরে Aami Ashbo Phirey ছায়াছবি: আমি আসবো ফিরে কথা: অঞ্জন দত্ত সঙ্গীত: নীল দত্ত কণ্ঠ: নীল দত্ত
হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়
হয়তো সূর্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়!
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো,ফিরে আসবো তোমার পাড়ায়।
হয়তো সূর্যের তাপে
ছারখার হয়ে যাবে হেলসিনকি
হয়তো বরফ পরবে কলকাতায়
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ
হয়তো চলবে না গাড়ি রাস্তায়
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো,ফিরে আসবো তোমার পাড়ায়।
দেখো,বদলে যেতে হবেই বদলায় পদবী,
বদলায় ঠিকানা,বদলায় সময়
বদলায় জামার ভেতর সকলের শরীর
বদলায় চাহিদা শিরায় শিরায়।
কোনটা ভালো,কোনটা খারাপ,
সেটাও বদলে যায়;
কে হিন্দু,কে জাপানি,কিসের দায়?
যেটাই সত্যি,সেটাই থাকবে দাফন হবার পর
দিন-রাত মিলেমিশে ভোরবেলায়
আমি আসবো ফিরে তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়
আমি আসবো,ফিরে আসবো তোমার পাড়ায়
আমি আসবো ফিরে তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়
আমি আসবো,ফিরে আসবো তোমার পাড়ায়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *