আমার হরি বলা পাখিরে, কৃষ্ণ বলা পাখি | Amar Hori Bola Pakhire, Krishna Bola Pakhi

আমার হরি বলা পাখিরে, কৃষ্ণ বলা পাখি
Amar Hori Bola Pakhire, Krishna Bola Pakhi
নারায়ণ সরকার

আমার হরি বলা পাখিরে..কৃষ্ণ বলা পাখি,

কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যারো আঁখিরে…।।

এই পাখি আর সেই পাখি আছে মাখামাখি (২

 মনে বলে এরাই ছিল(২)

 বৃন্দাবনের গোপির….।ঐ

সদ্বায়েরই দয়ে যারা কৃষ্ণ গুণোগায়,

নিত্যের দেশে থাকে তারাই কৃষ্ণ প্রাণযে হয়।।

প্রেমা আনন্দে ভাসে তারারে..(২) 

এমন মধুর কৃষ্ণ নামে ঝরেনা দুই আঁখিরে….।ঐ

ভক্তসঙ্গ করলে পরে কৃষ্ণ হয়,

 ভক্তের মাঝে বিরাজ করে..কৃষ্ণ শ্যামরাই।

এতদিনে বুঝলাম আমিরে..(২) 

সাধু সঙ্গ ছাড়া জীবের (২) 

নাই কোনো গতিরে….।ঐ

যে সঙ্গ জীবন আমার বন্দি জেলখানায়, 

এত সুন্দর মানব জীবন হেলাই হেলাই যায়।।

পাগল নারান কান্দে সব হারাইয়া রে(২)

 এতদিনে ডাক আসিবে রে(২) 

কি হইবে গতির..।ঐ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *