আমার হরিকে যে ভালোবাসে
Amar Hori ke Je Valobase
অ্যালবাম:
তোমারি চরণে রাখিও আমারে
কথা ও সুর: রাধাবল্লভ সরকার
আমার হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
[হরিকে যে ভালোবাসে]-২
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।
মনে বলে তাঁকে পেলে
নয়নজলে চরণ ধোয়াই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।
[মিঠা যাহা লাগে মুখে,
মনে বলে খাওয়াই তাকে]-২
তাকে আমার রেখে বুকে
মনের যত দুঃখ জানাই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।
[জন্মাই যদি পশুকুলে,
হরি ভক্তের সঙ্গ মেলে]-২
আমার ইহকাল আর পরকালে
ভক্ত সঙ্গ না হারাই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।
হরির নামে যে উদাসী
মনে বলে হই তার দাসী
আমার হরির নামে যে উদাসী
মনে বলে হই তার দাসী
আমি আবার যদি ভবে আসি
যেন হরি ভক্তের সঙ্গ পাই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।
ভক্তের মুখে হরির কথা
আমার খাঁচা ছাড়ে যেন
এই পঞ্চ আত্মা;
শুনে ভক্তের মুখে হরির কথা
আমার খাঁচা ছাড়ে যেন
এই পঞ্চ আত্মা।
রাধা বল্লভের শুভ যাত্রা
হরি হরি বলে প্রাণ হারাই।
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে
মনে বলে তাঁকে পেলে
নয়ন জলে তার চরণ ধোয়াই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে
তার মত আর বান্ধব নাই
হরিকে যে ভালোবাসে।