আমার সুখের বাসর দুঃখে ঘেরা | Amar Sukher Basor Dukkhe Ghera | Key Lyrics

আমার সুখের বাসর দুঃখে ঘেরা
Amar Sukher Basor Dukkhe Ghera
Key Lyrics
আমার সুখের বাসর দুঃখে ঘেরা
ছায়, কালো আধারে
আর কতকাল( বাশি) সুর দিয়া
জ্বালাবি মোরে।।
যে ফুল কুরাতে দিলি শত কাটার ঘাই
ফাগুন দোলার আগুন দিয়া
পুইড়া করলি ছাই
বারে বারে পথ ভুলে যাই
ঐ বাশির সুরে।।
মিছেই তর ঝাক মারিতে
সবই খোয়ালাম
জীবন খাতার হিসেব কষে শুন্য পেলাম
ঘর ছেরে বাহিরে এলাম
নিবি আর কত দুরে।।
মালার বদল জ্বালা দিলি দিলি অপমান
জীবন প্রদীপ নিভে গেলো
মিছে বাশির গান
বেলা শেষে রাজ্জাক দেওয়ান
ডাকছে মাঝিরে।।
আমার সুখের বাসর দুঃখে ঘেরা | Amar Sukher Basor Dukkhe Ghera | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *