আমার সারা দেহ খেয়ো গো মাটি | Amar Sara Deho | Zafor Iqbal & Others | Andrew Kishore | Noyoner Alo

শিরোনামঃ আমার সারা দেহ খেয়ো গো মাটি
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নয়নের আলো
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়া না,
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না,
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না ।।
ওরে….ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে,
যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে,
আমি এই জগতে তারে ছাড়া থাকবো নারে থাকবো না,
তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ।।
ওরপ…এই না ভুবন ছাড়তে হবে
দুই দিন আগে পরে,
বধি একিই সঙ্গে রেখো মোদের একিই মাটির ঘরে,
আমি এই না ঘরে থাকতে একা
পরবো নারে পরবো না,
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোঁখ দুটি মাটি খেয়ো না,
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না,
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না ।।
আমার সারা দেহ খেয়ো গো মাটি

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *