আমার সাধ মিটেনা লাঙ্গল চষে
Amar Sadh Mitena Langol Coshe
আমার সাধ মিটেনা লাঙ্গল চষে।
জমি করবো আবাদ, ঘটে বিবাদ দুপুরে ডাকীনি পুষে।।
পালে ছিলো ছয়টি এঁড়ে।
দুটো কানা দুটো খোড়া আর দুটো আলসে।
তাদের ধাক্কা দিলে হুক্কা ছাড়ে
কখন জানি সর্বনাশে।।
জমি করি পদ্মবিলে।
মন মাতঙ্গ কাম শরিলে জমি গেল কষে।
জমির বাঁধ বুনিয়াদ ভেঙ্গে গেল
কান্দি জমির আইলে বসে।।
সুইলিশ লোহার অস্ত্রখানি।
ধার ওঠেনা বসে গুনি আমার কপাল চষে।
ফকির লালন বলে পাকাল না দিলে
সে অস্ত্র কি আসে বশে।।