আমার রাত পোহালো Lyrics
Amar Raat Pohalo Lyrics
(রবীন্দ্র সংগীত)
আমার রাত পোহালো
Amar Raat Pohalo
রবীন্দ্র সংগীত
পর্যায়: প্রকৃতি
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
ছায়াছবি: আলো
সংগীত: তরুন মজুমদার
কণ্ঠ: অরুন্ধতী হোমচৌধুরী
আমার রাত পোহালো Lyrics
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো,বাঁশি
বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে।
আমার রাত পোহালো।
তোমার বুকে বাজল ধ্বনি
বিদায়গাথা আগমনী,কত যে-
ফাল্গুনে শ্রাবণে,কত প্রভাতে রাতে
আমার রাত পোহালো।
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি ক’রে,অগোচরে
সময় যে তার হল গত
নিশিশেষের তারার মতো,হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে।
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো।