আমার যৌবন গেল, চুল পাকিল | Amar Joubon Gelo, Chul Pakilo | Key Lyrics

আমার যৌবন গেল, চুল পাকিল
Amar Joubon Gelo, Chul Pakilo
আমার চামড়া গেছে রোদে পুইড়া, দাড়ি পাইক্যা কদম ফুল
মনে হয় কলপ দিয়া কালো করি মাথার চুল
ভাই কালো করি মাথার চুল
আমার থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
আনন্দে দিন কাটাইতাম, মাটিতে পা ফালাইতাম না,
মন আমার যৌবন গেল…
আমার যৌবন গেল, চুল পাকিল মনতো আমার বুড়া হয়না
মন আমার যৌবন গেল…
আমারে যে বুড়া বলে, আমি তারে বলি শয়তান,
আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান
আমার থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
আনন্দে দিন কাটাইতাম, মাটিতে পা ফালাইতাম না,
মন আমার যৌবন গেল…
আমার যৌবন গেল, চুল পাকিল মনতো আমার বুড়া হয়না
মন আমার যৌবন গেল…
দিনে দিনে দিন ফুরাইল মন আমার হয় জোয়ান…
মনে করি বিয়া করব শুধু আমার টাকার টান।
আমার থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
থাকত যদি পয়সা-কড়ি, কিনিতাম হুন্ডা গাড়ি
আনন্দে দিন কাটাইতাম, মাটিতে পা ফালাইতাম না,
মন আমার যৌবন গেল…
আমার যৌবন গেল, চুল পাকিল মনতো আমার বুড়া হয়না
মন আমার যৌবন গেল…

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *