আমার মনের ময়ূরী আয়রে
Amar Moner Moiori Ay Re
আজা তুঝকো পুকারে মেরে
হিন্দী ছবি: গীত
বাংলা ছবি: প্রেম গীত
কথা: দেলোয়ার জাহান ঝন্টু
সঙ্গীত: আনোয়ার জাহান নান্টু
শিল্পী: এন্ড্রু কিশোর
Amar Moner Moiori Ay Re
আজা তুঝকো পুকারে মেরে
হিন্দী ছবি: গীত
বাংলা ছবি: প্রেম গীত
কথা: দেলোয়ার জাহান ঝন্টু
সঙ্গীত: আনোয়ার জাহান নান্টু
শিল্পী: এন্ড্রু কিশোর
আমার সাথী আয় আয়
আয়রে আয়রে আয়রে
আমার মনের ময়ূরী আয়রে
তোমার ময়ূর ডাকেরে।
বসন্ত এল তুমি নাইরে,
আয়রে আমার মন কাঁদেরে।।
চাঁদ হয়ে আছ তুমি,
মনেরও ঘরে গানের সুরে।
সুখ পাখি তুমি আমার প্রেমের নীড়ে
সেই নীড়ে দুটি পাখি
গান গেয়ে যায়রে বাঁশির সুরে
ও মন আছে মনের মাঝে
প্রেম আছেরে।
প্রেমিকা আমার কাছে নাইরে
আমার মনের ময়ূরী আয়রে
তোমার ময়ূর ডাকেরে।
বসন্ত এল তুমি নাইরে,
আয়রে আমার মন কাঁদেরে।
দূরে আছ তবু আমার
মন বলেরে হায়রে আছ কাছেরে
কত কথা আছে আমার
এ মন জুড়ে।
আমি শুধু দেখা হলে,
সব বলে দেবরে,
মন ভরে দেবরে,
দেখা হলে সবকিছু
কেন ভুলে যাইরে
কেমন করে বলি হায়রে।
আমার মনের ময়ূরী আয়রে
তোমার ময়ূর ডাকেরে।
বসন্ত এল তুমি নাইরে,
আয়রে আমার মন কাঁদেরে।।