আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন | Amar Moneri Angane Sukher Fagun | Lyrics

আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন
Amar Moneri Angane Sukher Fagun
ছায়াছবি: আবিষ্কার
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: আশা ভোঁসলে
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।।
এই হঠাৎ পাওয়া দিনগুলো কি
সারাটা দিন খুঁজি ;
সুখের ফাগুন এল বুঝি।
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।
ও ও ও ও ও ও
সে ছিল আর আমি ছিলাম,
আর ছিল লাজ।।
সেই সলাজের কৃষ্ণচূড়াই
খোঁপায় দিলাম আজ ;
আমার স্বপ্ন পাখি চোখের পাতায়
বসল সোজাসুজি ;
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।
ও ও ও ও ও ও
মন ভাবে আর আমি ভাবি,
আর ভাবে প্রাণ।।
সেই ভাবনাই মুখের কথায়
যায় যে হয়ে গান।
আজ সেই গানেরই
মালায় আমি অভিসারে সাজি ;
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।
আ আ আ আ আ আ
সে আছে আর আমি আছি,
আর আছে সাধ।।
সেই সাধ আমার পূর্ণিমারই
দিনে দেখা চাঁদ ;
আমায় গরবিনী বল যদি
মানতে এখন রাজি।
সুখের ফাগুন এলো বুঝি।
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।
এই হঠাৎ পাওয়া দিনগুলো কি
সারাটা দিন খুঁজি ;
সুখের ফাগুন এল বুঝি।
আমার মনেরই অঙ্গনে,
সুখের ফাগুন এলো বুঝি।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *