আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবি গৌর প্রেমের কালে
Amar Moto Pran Kandile Bujhbi Gour Premer Kale
আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি গৌর প্রেমের কালে।
দেখাইয়ে ভাবের শহর
কোথা গৌর লুকাইলে।।
যেদিনে হতে গৌর হেরেছি,
আমাতে কী আমি আছি,
কী যেন কী হয়ে গেছি,
প্রাণ কাঁদে প্রাণ গৌর বলে।।
থাক তোরা থাক জাত কূল লয়ে,
আমি যাই চাঁদ গৌর বলে,
আমার দুঃখ বুঝবিনা রে,
এক মরণে না মরিলে।।
চাঁদমুখেতে মধুর হাসি,
আমি ঐরূপ ভালোবাসি,
লোকে করে দোষাদুষি,
আমি যাই প্রাণ গৌর বলে।।
একা গৌর নয় গৌরাঙ্গ,
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ,
এমনই তার অঙ্গ গন্ধ,
লালন কয় জগত মাতালে।।