আমার ভালোবাসার রাজপ্রাসাদে | Aamar Bhalobasar Rajprasade | Key Lyrics

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
Aamar Bhalobasar Rajprasade
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
শিল্পী: মান্না দে
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলেই
দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে।
দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ওই পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে।
আমার নাচঘরে যেই পাগল হতো
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেতপাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আবার বিষও পেলাম
তোমার দেয়া ওই পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *