আমার ভাগ্য বড় আজব যাদুকর
Amar Vaggo Boro Ajob Jadukor
ছায়াছবি: সন্তান যখন শত্রু (১৯৯৯)
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
সংগীত: আলাউদ্দিন আলী
কণ্ঠ: এন্ড্রু কিশোর
[আমার ভাগ্য বড় আজব যাদুকর(ও)]-২
ও সে এক পলকে শূন্য করে
এক পলকে শূন্য করে
দিলো সাধের ঘর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
[আমার ভাগ্য বড় আজব যাদুকর(ও)]-২
আমি তিলে তিলে গড়েছিলাম
তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান
মমতারই ফুল ফুঠিয়ে গাইতো পাখি গান
সেই সুখ পাখি আজ গেল ছেড়ে
সুখ পাখি আজ গেল ছেড়ে
বুকেরই পিঞ্জর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
[আমার ভাগ্য বড় আজব যাদুকর(ও)]-২
কত সোনাদানা ভরে দিলো
সোনাদানা ভরে দিলো দুহাতে আমার
নিয়ে গেল তার বদলে কোন সে মণিহার
হায় কেন্দেও সুখ পাবে কি আর
কেন্দেও সুখ পাবে কি আর
আমারই অন্তর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
[আমার ভাগ্য বড় আজব যাদুকর(ও)]-২
ও সে এক পলকে শূন্য করে
এক পলকে শূন্য করে
দিলো সাধের ঘর
বড় নিঠুর যাদুকর!
ও বড় নিঠুর যাদুকর!
[আমার ভাগ্য বড় আজব যাদুকর(ও)]-২