আমার বাউল ঘরে জনম যেন হয় | Amar Baul Ghore Jonom Jeno Hoy | Gosto Gopal Das

আমার বাউল ঘরে জনম যেন হয়
Amar Baul Ghore Jonom Jeno Hoy
Gosto Gopal Das
শিল্পী-গোষ্ঠ গোপাল দাস

আমার বাউল ঘরে
জনম যেন হয় গো বারে বার
আমি চাইনা রে সুখ,
দাও ভরা দুঃখ।।
ওগো অন্তরে আমার;
হয় যেন বারে বার।

আমি ভিক্ষা মাগিয়া দ্বারে দ্বারে।।
পাই যাহা পাই ভালো।
আমি চাইনা ওগো
পূব আকাশে রমণ সুরা জানুক;
আমার একতারা হোক জীবন সাথি
এই দুঃখ পারাবার
হয় যেন বারে বার।

আমার কুঁড়েঘরে দারুন শাওন
বাধে প্রীতির বাসা
তবু এ ঘর স্বর্গ নরক
সুখের সর্বনাশ।
আমার নাইরে বান্ধব
স্বজন সুজন
ডেকে কথা কয় রে
খাই কি না খাই কোন পথে যাই
কেমনে জনম কাটাই রে
আমি দুঃখের মাঝে পেলাম খুঁজে
এই সুখেরই সংসার।
হয় যেন বারে বার।
আমার বাউল ঘরে জনম যেন
হয় গো বারে বার।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *