আমার বাংলাদেশের একতারা সুর
Amar Bangladesher Ektara Sur
কথা ও সুর: নাছির উদ্দিন খান
সংগীত: প্রণব ঘোষ
শিল্পী: মামুন
[আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি]-২
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি।
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি।
[আমার বাংলাদেশের ভাটিয়ালি,জারি,সারি গান
গাজির পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ]-২
আমার বাংলাদেশের সুর শুনিয়া
আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি।
[হাসনরাজা,রাধারমণ,লালনশাহের গান
ভক্তবৃন্দ শোনে রে ভাই দিয়া মনপ্রাণ]-২
জন্ম আমার ধন্য মাগো
জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
[আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি]-২
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি।