আমার বড় মায়ের ডাকে || কথা ও সুর-হরিহর ঝা || শিল্পী-চন্দ্রা ঝা মিশ্র

আমার বড় মায়ের ডাকে
কথা ও সুর-হরিহর ঝা
শিল্পী-চন্দ্রা ঝা মিশ্র

আমার বড় মায়ের ডাকে
বিশ্বজগত জাগে
বড় মায়ের ডাকে
বিশ্বজগত জাগে
তোমার কৃপার
নেইকো তুলনা।
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা।।

লাল পেড়ে সাদা বসন
অঙ্গে শোভা পায়
দিব্যরুপে উজল ছটায়
দীপ্ত বিশ্বময়।
লাল পেড়ে সাদা বসন
অঙ্গে শোভা পায়
তোমার দিব্যরুপে
উজল ছটায়
দীপ্ত বিশ্বময়।
চন্দ্র সূর্য যেমন
ছড়ায় জ্যোতি কিরণ
চন্দ্র সূর্য যেমন
ছড়ায় জ্যোতি কিরণ
তার উপর আরাধনা।
মা লক্ষ্মী মা
ভুবনমোহিনী বড় মা
মা লক্ষ্মী মা
ভুবনমোহিনী বড় মা।

বিশ্বজুড়ে সবার প্রাণে,
তোমার অধিষ্ঠান,
হতাশ মনে জাগাও আশা,
করো যাতনার অবসান।।
ভক্তিভরে পূজিলে তোমায়।।
দূরে পালায় ত্রিতাপ যাতনা।
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা।

আলতা রঙে চরণতলে,
ঠাঁই দিও গো মা,
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিও,
জ্ঞানের চেতনা।।
অভয় চরণ পেলে,
মোক্ষলাভ মেলে।।
এইটুকু চাই
আর কিছু চাইনা।
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা।
আমার বড় মায়ের ডাকে
বিশ্বজগত জাগে
বড় মায়ের ডাকে
বিশ্বজগত জাগে
তোমার কৃপার
নেইকো তুলনা।
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা
মা লক্ষ্মী মা
জগতজননী বড় মা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *