আমার নিতাই চাঁদের দরবারে (গৌর চাঁদের বাজারে)
Amar nitai chander darbare (Gour Chander bajare)
গীতিকার: ভবা পাগলা
Amar nitai chander darbare (Gour Chander bajare)
গীতিকার: ভবা পাগলা
আমার গৌর চাঁদের দরবারে
বাজারে নিতাই চাঁদের বাজারে
একমন যার সেই যেতে পারে
আবার দুই মন হলে পড়বি ফেরে (ক্ষ্যাপারে)
ওরে পারবি না পারে যেতে।।
চার দশে চল্লিশ শেরে মন
রতি মাশা কম হইলে
(ক্ষ্যাপারে) নেইনা মহাজন
বলি আরেক হাকিম বসে আছে,
ব্রজে রাধারাণী পার করে।।
কাঠুরিয়া মানিক চিনে না (ক্ষ্যাপারে)
চিনির বলদ বয়যে চিনি
ও ভাই স্বাদতো পেলো না
যেমন স্বর্ণকারে সোনা চেনে,
আবার নেই সেথা পরখ করে।।
যে জন চাকতা গুড়ের
ভিয়ান জানে না
ওলা রস বাঁধবি কি করে
আবার ভবা পাগলার রসের তত্ত্ব,
ওরে জীবে জানবে কি করে।।