আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার Amar Nakeri Ful Bole Re Tumi Je Amar मुझे नौलखा मंगा दे रे ओ सैंया दीवाने Mujhe Naulakha Manga De Re O Saiya
ছায়াছবি: তোমাকে চাই কথা ও সংগীত: আহমেদ ইমতিয়াজ বুলবুল কণ্ঠ: কনকচাঁপা ও এন্ড্রু কিশোর
[আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার
আমার কানেরই দুল বলে রে তুমি যে আমার]-৩
[আমার মন বলে রে
যা কিছু আমার সবই যে তোমার]-২
মনেরই সুতায় আমি প্রেমের মালা গেঁথেছি
এই জীবনের যত প্রদীপ জ্বেলে রেখেছি
ও তুমি এলেই যদি ধরা দিলেই যদি
চিরদিনই থেকো গো আমার
আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার
আমার কানেরই দুল বলে রে তুমি যে আমার
[আমার মন বলে রে
যা কিছু আমার সবই যে তোমার]-২
আ আ আ আ আ আ আ আ
এই জীবনে তোমাকে আমি,শুধু চেয়েছি
এই জীবনে তোমাকে আমি,আজ পেয়েছি
বৈশাখি ঝড়ো হাওয়ায়,আমি যে তোমাকে চাই
শ্রাবণ বারিধারায়,আমি যে তোমাকে চাই
ফাগুনে ফুল মেলায়,আমি যে তোমাকে চাই
এই জীবনে তোমাকে আমি শুধু চেয়েছি
এই জীবনে তোমাকে আমি আজ পেয়েছি।
[তোমার গলায় মালা দেবো গো প্রাণ সজনী
তোমার পায়ে মল দেবো গো প্রাণ সজনী]-২
[আমার মন বলে রে তুমি যে আমার চিরদিনই]-২
আ আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ আ